Monday, September 9, 2024
বাড়িখবররাজ্যদলীয় আভ্যন্তরীণ কোন্দলের জেরে এবার গভীর রাতে আক্রান্ত হলেন রাজ্য কর্মচারী সংঘের...

দলীয় আভ্যন্তরীণ কোন্দলের জেরে এবার গভীর রাতে আক্রান্ত হলেন রাজ্য কর্মচারী সংঘের মহাবিদ্যালয় রাজ্য কমিটির সভাপতি পরিবার। ঘটনা আগরতলা এমবিবি কলেজ স্থিত সরকারি আবাসনে।

আগরতলার এমবিবি কমপ্লেক্স কোয়ার্টারের আবাসিক মোহনপুরের সরকারি কলেজের কর্মচারী বিবেকানন্দ দাসের বাড়িতে একদল যুবক রবিবার রাতে হামলা চালিয়ে আসবাব ভেঙে দিয়েছে। বিবেকানন্দ দাসের অভিযোগ, একই কোয়ার্টার বিল্ডিং-র অবসরে যাওয়া কর্মচারী গোপাল ভট্টাচার্যের দুই ছেলে সৌরভ ও গৌরব-র নেতৃত্বে এই হামলা। তার অভিযোগ, তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তারা গাঁজা ও অন্য ড্রাগের ব্যবসা করে। বাড়ির সামনের জায়গায় নেশার আসর বসায়। গোপালবাবু অবসরে গেলেও বেআইনিভাবে আটকেরেখেছেন কোয়ার্টার। বিবেকানন্দ চিৎকার করে এইসব অভিযোগ এনে বলেছেন ‘আমি বিএমএস অনুমোদিত কর্মচারী সংঘের সদস্য। আমার ঘরে মোদিজীর ছবিও তারা ফেলে দিয়েছে। আমার ছেলে না থাকলে আমার মেয়েকে তারা অপহরণ করে নিয়ে যেত। আরজি কর’র ঘটনা হত এইখানে।’ তার স্ত্রী শাসক দলের সাথে আছেন। ঘটনার খবর পেয়ে কলেজটিলা ফাড়ির পুলিশ গেলেও অভিযুক্ত দের গ্রেপতার করেনি পুলিস ।এদিকে পুলিশের ভূমিকা নিয়েও সন্দেহ রয়েছে তাদের, তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট প্রাণ ভিক্ষা চাইছেন এবং এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন বিবেকানন্দ বাবু ও তার স্ত্রী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য