Monday, September 9, 2024
বাড়িখবররাজ্যবন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো এবার বিরোধীদল সিপিআইএমের নারী সংগঠন গণতান্ত্রিক নারী সমিতি।...

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো এবার বিরোধীদল সিপিআইএমের নারী সংগঠন গণতান্ত্রিক নারী সমিতি। সংগঠনের রাজ্য কমিটির কার্যালয়ে সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আগরতলা শহরতলী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী

সামাজিক দায়বদ্ধতা থেকে ফের বন্যার্তদের সাহায্যে নারী সমিতি। নারীদের অধিকার আদায় কিংবা নারী নির্যাতনের বিরুদ্ধে শুধু বাম নারী সংগঠন লড়াই করে না, সমাজের সব অংশের মানুষের জন্য সংগ্রাম করে থাকে। সামাজিক দায়বদ্ধতা থেকে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এবার এগিয়ে এসেছে বন্যার্তদের সাহায্যে। সম্প্রতি বন্যায় ভয়াবহ অবস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তের লোকজনের। এই অবস্থায় শুধু বন্যার্তদের মধ্যে পোশাক নয়, খাদ্য সামগ্রীও বিলি করে আসছে। সোমবার সংগঠনের সদর বিভাগের তরফে রাজ্য কার্যালয়ে বন্যা দুর্গতদের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করেন। এদিন ১৩০ জন মহিলার হাতে খাদ্য সামগ্রী সংগঠনের নেত্রিরা তুলে দেন। উপস্থিত ছিলেন নারী নেত্রিত্ব রমা দাস, ছায়া বল, কৃষ্ণা মজুমদার, কৃষ্ণা রক্ষিত, রমণী দেববর্মা, রূপা গাঙ্গুলি, স্বপ্না দত্ত, মিতালী ভট্টাচার্য, সিপিএম সদর মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলি সহ অন্যরা। আগামীদিনেও মানুষের সাহায্যে যাতে সংগঠন এগিয়ে আসতে পারে সেজন্য সমাজের শুভাকাংখিরা যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন এই আহ্বান সদরের বিভাগের সম্পাদিকার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য