Monday, September 9, 2024
বাড়িখবররাজ্যদুর্গা উৎসবে গ্র্যান্ড লিসবোয়া থিম নিয়ে হাজির হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব

দুর্গা উৎসবে গ্র্যান্ড লিসবোয়া থিম নিয়ে হাজির হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব

দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব শিবনগর মসজিদ রোড, এবার শারদীয়া দুর্গা উৎসবে গ্র্যান্ড লিসবোয়া থিম নিয়ে দুর্গোৎসব করতে যাচ্ছে বাজেট হচ্ছে প্রায় সাড়ে ৫৫ লক্ষ টাকা এ কথা জানান ক্লাব সভাপতি চিত্ত সাহা। রবিবার আগরতলার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে এক সংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়, সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি চিত্ত সাহা, ক্লাব সম্পাদক শিবু সাহা , পুজো কমিটির সম্পাদক সঞ্জয় সাউ সহ অন্যানরা। সাংবাদিক সম্মেলনে সভাপতি বলেন রাজ্যে ভয়াবহ পরস্তিতির কারনে পূজা কম খরচে করার পরিকল্পনা ছিলো কিন্তু আগে থেকেই সবকিছুর বায়না হয়ে যাবার কারনে ছোট পরিসরে করতে পারা যাবেনা না , এবারের পূজার বিশেষ আকষন হল অলোক সজ্জা, বহিরাজ্যের কা্রিগড় দারা তা করা হবে ।পাশাপাশি বন্যা এানের সাহায্যাথে মুখ্যমন্ত্রীর এান তহবিলে ৫১ হাজার টাকা দেওয়া হবে বলে জানান । পাশাপাশি সামাজিক কাজও প্রতিনিয়ত দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব করে যাচ্ছেন এবারও তারা দুর্গাপূজা উৎসবের দিনগুলোতে সামাজিক কর্মসূচি করে যাবেন বলে জানান তিনি ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য