আগামী ৭ বা ৮ সেপ্টেম্বর ২০২৪, ২ হাজার ৫০০ গ্রুপ-ডি পদের চূড়ান্ত ফল প্রকাশ করবে জেআরবিটি। গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়েছে। আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান।
এছাড়াও গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ এবং নতুন পদ সৃষ্টি সহ বিভিন্ন সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে খাদ্যমন্ত্রী শ্রী চৌধুরী জানান, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ৯১৬টি কনস্টেবলের শূন্যপদ (পুরুষ ও মহিলা) পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, ইতিপূর্বে ১,০০০ কনস্টেবল পদের পরীক্ষা নেওয়া হয়েছে। শীঘ্রই এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর এই নতুন ৯১৬টি কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
তিনি আরও জানান, পর্যটন দপ্তরের অধীনে ৫১টি বিভিন্ন ক্যাটাগরির পদ সৃষ্টি ও পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। পদগুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনীয়ার, কম্পিউটার অ্যাসিস্টেন্ট, গ্রুপ-সি, গ্রুপ-ডি ইত্যাদি। তিনি আরও জানান, তথ্য ও প্রযুক্তি দপ্তরের অধীনে ৮ জন সিনিয়র ইনফরমেটিক অফিসার (গ্রুপ-এ) এবং ১ জন লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনিয়র ইনফরমেটিক অফিসার টিপিএসসি-এর মাধ্যমে এবং জেআরবিটি-র মাধ্যমে লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি)-এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে খাদ্যমন্ত্রী জানান।
খাদ্যমন্ত্রী আরও জানান, মন্ত্রিসভার বৈঠকে স্বারাষ্ট্র দপ্তরের অধীনে কর্মরত এসপিও-দের (স্পেশাল পুলিশ অফিসার) বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেতন বৃদ্ধির ফলে তারা এখন থেকে মাসিক ১২ হাজার টাকা করে পাবেন। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ৩ হাজার ৭৭৬ জন এসপিও (স্পেশাল পুলিশ অফিসার) উপকৃত হবেন। তিনি জানান, রাজ্যের ১৯টি পুরপরিষদ এবং ১টি পুরনিগমে কর্মরত পাম্প অপারেটরদের মজুরি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে এখন থেকে আয়রন রিমুভ্যাল প্ল্যান্টের (আইআরপি) সঙ্গে যুক্ত পাম্প অপারেটরগণ প্রতি মাসে ন্যূনতম মজুরি ৭ হাজার ৫০০ টাকা এবং আইআরপি-র সঙ্গে যুক্ত নন পাম্প অপারেটরগণ ন্যূনতম মজুরি ৭ হাজার টাকা করে পাবেন।