Monday, December 2, 2024
বাড়িখবররাজ্যএবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো বিজেপি কার্যকর্তারা

এবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো বিজেপি কার্যকর্তারা

সম্প্রতি রাজ্যে ভয়াবহ বন্যার ফলে বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন অনেকাংশ লোকজন। সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে তাদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বন্যার পরবর্তী সময় বন্যার পরে দেখা দেওয়া ডায়রিয়া, টাইফয়েড সহ বিভিন্ন রোগের হাত থেকে তাদের রক্ষা করতে চিকিৎসা শাস্ত্রের সাথে যারা জড়িত তাদের সহযোগিতায় যে সমস্ত জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে সেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। সেদিকে লক্ষ্য রেখে বুধবার দক্ষিণ রামনগর স্কুলে দক্ষিণ রামনগর বিজেপি কার্যকর্তাদের উদ্যোগে এলাকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন অংশের মানুষজনের স্বার্থে এক মুক্ত স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, এলাকার কাউন্সিলর সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মেয়র সংবাদ মাধ্যমকে জানান বন্যার সময় যেভাবে মানুষের সহযোগিতায় আগরতলা পুর নিগম এগিয়ে এসেছে ঠিক একই রকম ভাবে বন্যার পরবর্তী সময়েও মানুষের স্বার্থে আগরতলা পুর নিগম কাজ করে যাবে। তাই এই এলাকায় বন্যার ফলে যারা বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে দলীয় কার্যকর্তারা এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন, এখানে তাদের বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে এবং প্রয়োজনে বিনামূল্যে ঔষধ ও দেওয়া হবে। পাশাপাশি এদিন মেয়র দীপক মজুমদার এ ধরনের সমাজ সেবামূলক কর্মসূচি হাতে নেওয়ার জন্য দলীয় কার্যকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য