ন্যায্য দাবি আদায়ে মহাকরণ অভিযান জুটমিল শ্রমিক- কর্মচারীদের। মঙ্গলবার তারা এই কর্মসূচী পালন করে পূর্ব ঘোষণা মোতাবেক। আদালতের নির্দেশ মতো চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ মোতাবেক ১৯৯৬ সালের ১ জানুয়ারি কর্মরত ১ হাজার ৬৪৭ জন জুটমিল কর্মীদের ন্যায্য বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে মহাকরণ অভিযান করল জুটমিল শ্রমিক-কর্মচারী ও পেনশনার্সরা। মঙ্গলবার জুটমিল শ্রমিক-কর্মচারী ও পেনশনার্সরা যৌথ ভাবে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে মিছিল করে মহাকরণের উদ্দেশ্যে রওয়ানা হলে সার্কিট হাউসের সামনে তাদেরকে পথ আটকে দেয় পুলিস। পরবর্তী সময় সেখান থেকে ৫ সদস্যের এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে রাজ্যের অর্থ দপ্তরের সচিবের কাছে ডেপুটেশন দেয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমনি সিং। তিনি জানান জুট মিলের ১ হাজার ৬৪৭ জন শ্রমিক কর্মচারীদের বকেয়া এক সাথে মঞ্জুর করতে হবে। সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। দাবি আদাল্যে আগামী দিনে আন্দোলন জারি রাখার বার্তা দেওয়া হয়।