বেপরুয়া যান চলাচলের ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছে পথ চলতি সাধারণ মানুষ। ঘটনার পর ঘটনাস্থলে এসে সংবাদ মাধ্যমের সামনে দুর্ঘটনার ব্যাপার নিয়ে ব্যবস্থা নেওয়ার বুলি উড়ালেও এই ব্যাপারে কোন প্রকারের ব্যবস্থা নিতে ব্যর্থ রাজ্যের পুলিশ প্রশাসন। একদিকে পুলিশ প্রশাসনের ব্যর্থতা অন্যদিকে বেপরুয়া যান চালকদের বার বারন্তে পথ দুর্ঘটনা যেন বেড়েই চলছে। এ রকমই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটিত হলো পুরনো রাজভবনের পেছনে। জানা যায় সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ নন্দনগর থেকে রাধানগর আসার পথে পুরাতন রাজভবনের পেছনে দুটি অটোর সংঘর্ষ হয়, তাতে গুরুতর আহত হয় নন্দনগর এলাকার অনামিকা দত্ত নামক এক মহিলার। এই দুর্ঘটনায় উনার একটি হাত কেটে মাটিতে পড়ে যায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে যায় এনসিসি থানার পুলিশ এবং আহত মহিলাকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। এই ঘটনা প্রসঙ্গে আহত মহিলার মা অভিযোগ করে বলেন যে দুর্ঘটনার পেছনে অটোওয়ালাই দায়ী কেননা দুর্ঘটনার পর হাসপাতালে না নিয়ে গিয়ে তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়, তা দেখে মহিলার মা অটোওয়ালাকে হাসপাতালে না নিয়ে বাড়িতে কেন নিয়ে আসা হয় এ নিয়ে প্রশ্ন করলে অটোওয়ালা ভয়ের অজুহাত দেখায় বলে জানিয়েছেন তিনি। তাছাড়া নিজের মেয়েকে সুস্থ করতে যে অটোওয়ালা দায়ী উনার একটি হাত কেটে যেন তার মেয়েকে দেওয়া হয় আকুতি কন্ঠে এমনটাই বললেন আহত মহিলার। এদিকে এনসিসি থানার পুলিশ আধিকারিক এই ঘটনার সাথে জড়িত অটোগুলিকে আটক করা হয়েছে বলে জানায় এবং দুজনের মধ্যে একজনকে হেফাজতে নেয়া হয়েছে ও অন্য আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন। এদিনের এই ঘটনায় এলাকায় তীব্র চঞ্চল্য বিরাজ করছে।