স্বাধীনতার প্রাকলগ্নে আগরতলা পুরনিগম এবং সুপারহিটস্ 95 RED EM এর যৌথ উদ্যোগে MBB কলেজ প্রাঙ্গনে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান, যেখানে মডার্ন ডান্স একাডেমীর শিশু শিল্পীদের নাচের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মেয়র দীপক মজুমদার , ডেপুটি মেয়র মানিক দাস দত্ত , ইস্ট জোন চেয়ারপারসন সুখময় সাহা।এদিনের অনুষ্ঠানে মেয়র বক্তব্য রাখতে গিয়ে স্বাধীনতার পূন্যলগ্নে উপস্থিত সকলকে এবং সমগ্র রাজ্যবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা বার্তা দিয়ে ১৩-১৫ ই আগস্ট পর্যন্ত সব বাড়িতে পতাকা উত্তোলন করার জন্য আহ্বান জানান। সাথেই নিজের শহরকে পরিস্কার রাখা এবং সবার সঠিক দ্বায়িত্ব পালনের কথা বলেন। তাছাড়া এদিন আগরতলা পুরনিগমের পক্ষ থেকে কদিন আগেই এক ক্যুইজ কম্পিটিশন করা হয়েছিল, এই অনুষ্ঠানে সেই ক্যুইজ চ্যাম্পিয়নদের হাতে স্মারক তুলে দেন বিশেষ অতিথিরা। এরপর রেড এফ.এম-এর পক্ষ থেকে উপস্থিত সকলের সাথে লাইভ কুইজ করেন RJ Joe । তারপর আয়োজক সংস্থার পক্ষ রাজ্যের বিশিষ্ট ইনফ্লুয়েন্সার ফুড ব্লগার ড: তিস্তা কে বিশেষ ধন্যবাদ জানানো হয়।