তিরঙ্গা রেলির মধ্য দিয়ে মঙ্গলবার থেকে রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন শুরু হল ।মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত তিরঙ্গা রেলিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং সংস্থার কর্মীরা এই অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
৭৮তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে মঙ্গলবার থেকে শুরু হলো দেশভর হর ঘর তিরঙ্গা অভিযান ।এই উপলক্ষে মঙ্গলবার সারাদেশেই সংশ্লিষ্ট রাজ্যগুলোর ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে তিরঙ্গা রেলি অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর উমাকান্ত মিনিস্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই তিরঙ্গা রেলি । রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ,আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন ,সাম্প্রতিক মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বছর ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন ।সেই অনুসারে রাজ্যেও শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান ।এর অন্যতম হর ঘর তিরঙ্গা অভিযান ।২০২২ সাল থেকে রাজ্যেও এই কর্মসূচি পালিত হয় আসছে ।তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ২০২২ সালে রাজ্যের ৮.৫ লক্ষ বাড়ি ঘরে জাতীয় পতাকা উত্তোলিত হয়। ২০২৩ সালেও ব্যাপক সারা জাগিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এবছরও এই কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।মুখ্যমন্ত্রী আরও জানান ,এই কর্মসূচি পালনের মূল লক্ষ্য হলো দেশ মাতৃকার পরাধীনতার শৃংখল মোচনে যে সকল বিপ্লবী নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং স্বাধীনতা পরবর্তীকালে দেশকে রক্ষা করার ক্ষেত্রে যারা বলিদান হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো।
তিরঙ্গা রেলি অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন ।অনুষ্ঠান শেষে জাতীয় পতাকা হাতে নিয়ে তিরঙ্গা রেলিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।