ওল্ড আগরতলা ব্লকে গ্রাম পঞ্চায়েত ,পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসোনে বিজেপি প্রার্থীদের জয়জয়কার ।নবনির্বাচিত জন প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। তিনি জানান ,মানুষের পাশে থাকার সুবাদেই এই বিরাট জয় সম্ভব হয়েছে।
সোমবার সকাল আটটা থেকে রাজ্যের অন্যান্য ব্লকের মত ওল্ড আগরতলা ব্লকেও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয় ।ওল্ড আগরতলা ব্লকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের- ১০,১১ এবং ১২ নম্বর আসনের গণনা শুরু হয় ।ভোট গণনার শুরু থেকেই কংগ্রেস এবং সিপিএম প্রার্থীদের পেছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেন বিজেপি প্রার্থীরা ।ভোট গণনা শেষে জেলা পরিষদের ১০ নম্বর আসনে বিজেপি প্রার্থী কামনা সরকার ৫ হজার ৪২৭ ভোটে জয়লাভ করেন ।১০ নম্বর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী পেয়েছেন ৫২৬ টি ভোট, কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৩৪৭ টি ভোট ।নোটায় পড়েছে ৩১টি ভোট। এদিন ফলাফল ঘোষণা শেষে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১০ নম্বর আসনের বিজেপি মনোনীত বিজয়ী প্রার্থী কামনা সরকার জানান ,দলের কর্মী সমর্থকরা তাকে প্রচুর সাহায্য করেছেন। অভিভাবকের মতো পাশে থেকেছেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। তিনি আরো জানান ,তার অন্তর্গত পাঁচটি গ্রাম পঞ্চায়েতে জনগণের সার্বিক উন্নয়নে তিনি কাজ করে যাবেন।
পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১১ নম্বর আসনে সাড়ে আট হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণ জিৎ দাস ।তার প্রাপ্ত ভোট ৯ হাজার ২৯০ ।এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী পেয়েছেন ৫৬৮ টি ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৩৪৮ টি ভোট। নির্বাচনে জয়ী হয়ে ১১ নম্বর আসনের বিজেপি প্রার্থী কৃষ্ণ জিৎ দাস জানান ,এই জয় জনগণের জয় ।জনগণের উন্নয়নে তিনি কাজ করে যাবেন ।অপরদিকে ওল্ড আগরতলা ব্লকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১২ নম্বর আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ শীল। তিনি ৯ হাজার ৩৯২ টি ভোট পেয়েছেন ।এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী পেয়েছেন ২৯৭ ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২৯৬ টি ভোট ।নোটায় পড়েছে ৬৫ টি ভোট। এদিন ওল্ড আগরতলা ব্লকের নবনির্বাচিত জেলা পরিষদের তিন বিজেপি প্রার্থীকে অভিনন্দন জানান এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। তিনি জানান ,আমরা মানুষের পাশে থেকে কাজ করেছি। তাই জয় সম্পর্কে একশ শতাংশ আশাবাদী ছিলাম ।তিনি আরো বলেন, সব কেন্দ্রে কংগ্রেস এবং সিপিআইএম প্রার্থীদের জামানত জব্দ হয়েছে ।আগামী দিনে রাজ্য রাজনীতিতে বিরোধীদের ঘুরে দাঁড়ানোটাই কঠিন হবে বলে মনে করেন তিনি।
এদিকে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের ভোটেও বিজেপি দল ভালো ফলাফল করতে চলেছে বলে জানা গেছে ।এদিন ফলাফল ঘোষণা শেষে জয়ী প্রার্থীদের নিয়ে বিভিন্ন এলাকায় বিজয় মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা।