ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের ২০২৪-২৬ বর্ষের জন্য দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শনিবার ।এদিন নির্ধারিত সময়ের ৪২ মিনিট বাদে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া ।ভোট গ্রহণ চলবে বেলা 2:12 মিনিট পর্যন্ত ।মোট ১১ টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ২৭ জন প্রার্থী। মোট ভোটার রয়েছেন 217 জন । নির্বাচনে মূল লড়াই হচ্ছে সেভ কনস্টিটিউশন ফোরাম এবং আইনজীবী উন্নয়ন মঞ্চের মধ্যে। এদিন ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার জানান, সকাল সাড়ে নয়টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল ।কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ৪২ মিনিট বাদে শুরু হয়েছে ভোটগ্রহণ ।সেই মতো বেলা দুইটা বারো মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলবে ।এরপর শুরু হবে ভোট গণনা ।তিনি আরো জানান, ভোটগ্রহণের জন্য চারটি ভোটকেন্দ্র গঠন করা হয়েছে। ১ ,২ এবং ৩ নম্বর বুথ কেন্দ্রে ভোটার রয়েছেন ৫৫ জন করে ।অপরদিকে চার নম্বর বুথ কেন্দ্রে ভোটার রয়েছেন 52 জন ।ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই চলছে বলে জানান তিনি। উল্লেখ্য ,ত্রিপুরা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মহলেই উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে ।এই নির্বাচনের ফলাফল রাজ্য রাজনীতিতে কিছুটা প্রভাব সৃষ্টি করতে পারে বলে বিভিন্ন মহলের অভিমত।