Saturday, September 14, 2024
বাড়িখবররাজ্যসাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস

সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্য সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস

রাজ্যের বর্তমান জোট সরকার আমজনতার স্বার্থে কোন কাজ করে না। এই সরকার জনস্বার্থ বিরোধী। বুধবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ, কংগ্রেসের তপশিলি সংগঠনের রাজ্য সভাপতি নিরঞ্জন দাস, অলক গোস্বামী। মুখপাত্র এদিন বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করেন।তিনি অভিযোগ করেন, রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার সুশাসনের ফেরী করে বেড়াচ্ছে। অথচ রাজ্যে সমাজদ্রোহী , নেশাকারবারি, কালোবাজারি, জমি, নিগো মাফিয়াদের কাছে রাজ্য সরকার আত্মসমর্পণ করে বসে আছে। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র বিশালগড়ের বিজেপি বিধায়কের সামাজিক মাধ্যমে পোস্ট এর প্রসঙ্গ টেনে আনেন। দুই দিন আগে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব নিজের জীবন সংশয়ের আশঙ্কা করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন।এদিন প্রবীর বাবু মন্তব্য করেন শাসক দলের বিধায়ক যদি বর্তমান সরকারের শাসনকালে এই ধরনের পোষ্ট দেন তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?খোদ শাসক দলের বিধায়কই নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়াও এদিন বেকারদের কর্মসংস্থান ইস্যু সহ বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য