Wednesday, October 16, 2024
বাড়িখবররাজ্যবাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। এই অবস্থায় দিল্লির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। রাজ্য পুলিসের মহানির্দেশক, মুখ্য সচিব, আসাম রাইফেলস, বি এস এফ সহ অন্যদের কথা হয়েছে যাতে সীমান্ত এলাকায় নজরদারি রাখা হয়। দিল্লি থেকে যেমন নির্দেশ আসবে সে অনুযায়ী কাজ করা হবে। সীমান্ত এলাকা দিয়ে রাজ্যে এই মুহূর্তে কেউ যাতে ঢুকতে না পারে সেদিকে নজর রাখতে বলা হয়েছে বি এস এফকে। বাংলাদেশের উভুত পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়ায় এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, পুলিস, বি এস এফ, আসাম রাইফেলস সহ অন্যদের বলা হয়েছে সমন্বয় রেখে কাজ করার জন্য। সাংবাদিকদের প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় মন্দিরে হামলার ঘটনা বাঞ্ছনীয় নয়। তিনি জানান অনেক জায়গায় সেখানকার সংখ্যাগুরু ছাত্ররা পাহারা দিচ্ছেন সংখ্যালঘুদের বাড়ি কিংবা মন্দিরে হামলা যাতে না হয়। সেটা ভালো দিক বলে জানান মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য