Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যচির বিদায় নিলেন প্রাক্তন বাম ছাত্র নেতা ও প্রাক্তন সিপিএম রাজ্য কমিটির...

চির বিদায় নিলেন প্রাক্তন বাম ছাত্র নেতা ও প্রাক্তন সিপিএম রাজ্য কমিটির সদস্য সমর আঢ্য

চির বিদায় নিলেন প্রাক্তন বাম ছাত্র নেতা ও প্রাক্তন সিপিএম রাজ্য কমিটির সদস্য সমর আঢ্য। রবিবার রাজধানীর বটতলা মহাশ্মাশানে শেষকৃত্য সম্পন্ন হয় এই বামপন্থী আন্দোলনের অগ্রণী নেতা সমর আঢ্যের। এদিন বেসরকারি হাসপাতাল থেকে প্রথমে প্রয়াত সিপিএম নেতার শবদেহ নিয়ে আসা হয় জগন্নাথ বাড়ি রোডে স্টুডেন্টস হেলথ হোমে। সেখানে শ্রদ্ধা জানানো হয়।সেখান থেকে নিজ বাড়িতে নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। এর পর মেলারমাঠ ছাত্র-যুব ভবনের সামনে আনা হয়। সেখানে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান ছাত্র-যুব নেতৃত্ব।মেলারমাঠ ছাত্র যুব ভবনের সামনে থেকে নেওয়া হয় সিপিএম জেলা অফিসের সামনে। সেখানে প্রয়াত নেতাকে লাল পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। শেষ শ্রদ্ধা জানান নেতৃত্ব। এর পরে ৬৯ টি অর্ধনমিত পতাকা নিয়ে দলীয় নেতা কর্মীরা শোক মিছিল বের করেন।শোক মিছিল যায় সিপিএম রাজ্য দপ্তরের সামনে। সেখানে প্রয়াত প্রাক্তন ছাত্র নেতা, সিপিএম রাজ্য কমিটির প্রাক্তন সদস্য সমর আঢ্যকে দলীয় পতাকা দিয়ে ঢেকে দেন রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, মানিক দে, নারায়ণ কর, রমা দাস, নরেশ জমাতিয়ারা। সেখানে প্রয়াত নেতাকে ফুলেল শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সহ উপস্থিত নেতৃত্ব। সিপিএম রাজ্য দপ্তর থেকে শোক মিছিল যায় বটতলা মহাশ্মশানে। সেখানে হয় সমর আঢ্য এর শেষকৃত্য। উল্লেখ্য তিন দিন আগে রাতের বেলা ব্রেন স্ট্রোক করেন প্রাক্তন সিপিএম নেতা সমর আঢ্য। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। রাতেই অপারেশন করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। শনিবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য