Saturday, September 14, 2024
বাড়িখবররাজ্যআগরতলা শহরের জ্যাকসন গেইট এলাকায় ইকো ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত...

আগরতলা শহরের জ্যাকসন গেইট এলাকায় ইকো ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ২

রাতের রাজধানীতে যান সন্ত্রাস। বেপরোয়া এক গাড়ির ধাক্কায় উল্টে গেল অপর গাড়ি। অল্পবিস্তর আহত দুইজন। ঘটনাটি ঘটেছে রাজধানীর জ্যাকশন গেট এলাকায় শুক্রবার মাঝরাতে। জানা গেছে জিরানিয়ার বাসিন্দা প্রীতম শীল এক বন্ধুকে নিয়ে নিজের ইকো গাড়ি করে কামান চৌমুহনীর দিক থেকে তুলসীবতী স্কুলের দিকে যাচ্ছিলেন। অভিযোগ তখনই কাঁসারি পট্টির দিক থেকে আসা একটি বলেরো সজোরে ধাক্কা দেয় ইকোকে। এতে রাস্তায় উল্টে যায় ইকো। অভিযোগ ঘটনার পরে পালিয়ে যায় গাড়ি সহ বলেরোর চালক। ঘটনায় ইকোর চালক ও তাঁর বন্ধু অল্প বিত্র আহত হয়েছেন। খবর পেয়ে ছুটে যায় পুলিস।ক্ষতিগ্রস্ত গাড়িটি থানায় নিয়ে আসে পুলিস। এদিকে অভিযুক্ত গাড়ির খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য