Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যগাছ লাগালেই চলবে না, গাছকে বড় করে তোলার দায়িত্ব গ্রহণ করতে হবে...

গাছ লাগালেই চলবে না, গাছকে বড় করে তোলার দায়িত্ব গ্রহণ করতে হবে – মেয়র

বর্তমান ও আগামী প্রজন্ম যাতে সুষ্ঠু সুন্দরভাবে বাঁচতে পারেন সেজন্য বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজন। শনিবার পুর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডে বনমহোৎসব কর্মসূচীতে অংশ নিয়ে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। বিভিন্ন সংস্থা, সংগঠনের তরফে প্রায়শই বৃক্ষরোপণ কর্মসূচী নেওয়া হচ্ছে। আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডেও হচ্ছে কর্মসূচী। শনিবার নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের তরফে স্থানীয় একটি স্কুলে হয় বনমহোৎসব। উপস্থিত ছিলেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিশিষ্টজনেরা। অতিথিরা বিভিন্ন চারা গাছ রোপণ করেন। এদিকে এদিন পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের তরফেও হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান। সেখানেও ছিলেন মেয়র। এছাড়া ছিলেন কর্পোরেটর ভাস্বতী দেববর্মা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য