বছরের বিভিন্ন সময়ে সামাজিক কর্মসূচী হাতে নিয়ে থাকে আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট।নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলা, জলের অপচয় রোধ করার জন্য যেমন সচেতনতা মূলক কর্মসূচী তারা গ্রহণ করে থাকে তেমনি রাস্তার অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ায় মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট। মঙ্গলবার হত দরিদ্র লোকজনের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিলি করলেন এন এস এস ইউনিয়ের স্বেচ্ছাসেবকরা। এদিন রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি এলাকার গৃহহীন হতদরিদ্র মানুষদের হাতে বস্ত্র ও শুকনো খাবার তুলে দেয়। এই কর্মসূচীকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। লেখাপড়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে ইউনিয় এধরণের প্রয়াস নিয়ে থাকে। যা কিনা আগামী দিনেও জারি থাকবে বলে জানান এন এস এস ইউনিটের প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।