Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যসামাজিক দায়বদ্ধতা হিসেবে আবারও রাস্তায় নামল আগরতলা মহিলা কলেজের এনএসএস ইউনিটের সদস্যরা।

সামাজিক দায়বদ্ধতা হিসেবে আবারও রাস্তায় নামল আগরতলা মহিলা কলেজের এনএসএস ইউনিটের সদস্যরা।

বছরের বিভিন্ন সময়ে সামাজিক কর্মসূচী হাতে নিয়ে থাকে আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট।নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলা, জলের অপচয় রোধ করার জন্য যেমন সচেতনতা মূলক কর্মসূচী তারা গ্রহণ করে থাকে তেমনি রাস্তার অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ায় মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট। মঙ্গলবার হত দরিদ্র লোকজনের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিলি করলেন এন এস এস ইউনিয়ের স্বেচ্ছাসেবকরা। এদিন রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি এলাকার গৃহহীন হতদরিদ্র মানুষদের হাতে বস্ত্র ও শুকনো খাবার তুলে দেয়। এই কর্মসূচীকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। লেখাপড়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে ইউনিয় এধরণের প্রয়াস নিয়ে থাকে। যা কিনা আগামী দিনেও জারি থাকবে বলে জানান এন এস এস ইউনিটের প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য