নিজ হাতে থাকা দপ্তরে আচমকা পরিদর্শনে গিয়ে অনিয়ম পেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। আধিকারিকদের নির্দেশ দিলেন অনুপস্থিত কর্মচারীদের শোকজ করার জন্য। সোমবার আচমকা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা যান রাজধানীর গুর্খাবস্তী জনজাতি কল্যাণ দপ্তরের অফিসে। তিনি গিয়ে দেখেন অফিসে গরহাজির অনেক কর্মচারী। এতে অনেকটা অসন্তুষ্ট মন্ত্রী। মন্ত্রীর আচমকা অফিস পরিদর্শনে হতচকিত হয়ে পড়েন কর্মচারীরা। মন্ত্রী এদিন দপ্তরের অধিকর্তা শুভাশিস দাসকে নির্দেশ দেন অনুপস্থিত কর্মচারীদের শোকজ করার জন্য। প্রয়োজনে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার জন্য। এদিন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বের সরকার হল জনগণের সরকার। সময়ের কাজ সময়ে শেষ করতে হবে, কর্মচারীদের সময়মতো অফিসে আসতে হবে।