প্রতিবছরের মতো এবারো ২১ জুলাই শহীদ দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। ১৯৯৩ সালের ২১ জুলাই পশ্চিমবঙ্গের বুকে তৎকালীন সরকারের পুলিশের গুলিতে ১৩ জন শহীদ হয়েছিলেন। পরবর্তীকালে মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রতিবছর একুশে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করা হয়। প্রতিবছর পশ্চিমবঙ্গে ব্রিগেডে শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস।সেখনে হয় বিশাল সমাবেশ। পশ্চিমবাংলার পাশাপাশি ত্রিপুরায়ও দিবসটি পালিত হয়। এই শহীদ দিবসকে সামনে রেখে প্রদেশ তৃণমূল কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় পালন করে রবিবার। রাজধানীর চিত্তরঞ্জন এলাকায় তৃণমূলের অফিসের সামনে হয় স্মরণ সভার কর্মসূচী। শহীদদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান তৃণমূল মহিলা সংগঠনের নেত্রী পান্না দেব সহ অন্যরা।