ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিকে ৩,১৯৯ জন ছাত্রছাত্রী ও উচ্চমাধ্যমিকে ৪,২৩৬ জন ছাত্রছাত্রী বছর বাঁচাও পরীক্ষায় অংশ নিতে পারবে। যে সকল ছাত্রছাত্রী বছর বাঁচাও পরীক্ষায় অংশ নেবে তাদের আগামী ৮ থেকে ১১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান। পর্ষদের সভাপতি জানান, বিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী ১২ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে ছাত্রছাত্রীদের আবেদনপত্র ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ে জমা দিতে হবে। পরীক্ষা নেওয়া হবে জুলাই মাসের শেষ সপ্তাহে। সাংবাদিক সম্মেলনে পর্ষদের সভাপতি জানান, এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ফাইন্যাল পরীক্ষার ফলাফল ঘোষণার পর মাধ্যমিক পরীক্ষার খাতা পুণঃমূল্যায়ণের আবেদন করে মোট ২০৪২ জন ছাত্রছাত্রী। খাতা পুণঃমূল্যায়ণের পর ৭৪৭ জন ছাত্রছাত্রীর ফলাফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাশ করেছে ২১ জন। উচ্চমাধ্যমিকে আবেদন করে ১৩৮৫ জন ছাত্রছাত্রী। ফলাফল পরিবর্তন হয়েছে ৫১০ জনের। তবে ফেল থেকে একজনও পাশ করেনি। সাংবাদিক সম্মেলনে পর্ষদের সচিব ড. দুলাল দে জানান, এবছর মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল ৩৩ হাজার ৭৩৯ জন। ফাইন্যালে পাশ করে মোট ২৯ হাজার ৫৩৪ জন। পাশের হার ৮৭.৫৪ শতাংশ। পুণঃমূল্যায়ণের পর পাশ করে ২১ জন। অর্থাৎ এবছর মাধ্যমিকে মোট পাশ করেছে ২৯ হাজার ৫৫৫ জন ছাত্রছাত্রী। বর্তমানে পাশের হার দাঁড়িয়েছে ৮৭.৫৯ শতাংশ। এবছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল ২৫ হাজার ৩৫০ জন। তারমধ্যে পাশ করেছে ২০ হাজার ৯৫ জন। পাশের হার ৭৯.২৭ শতাংশ। তিনি জানান, পুণঃমূল্যায়ণের পর এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মেধা তালিকা অপরিবর্তিত রয়েছে। পুণঃমূল্যায়ণের ফলাফল পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।