এন এস আর সিসি তে বুধবার থেকে বিদ্যালয় স্তরের বালক বালিকাদের কম্বাইন্ড এনুয়াল ট্রেনিং ক্যাম্প শুরু হয়েছে ।দশ দিন এই ক্যাম্প চলবে ।এদিন ব্রিগেডিয়ার কপিল সুদ এই ক্যাম্পের উদ্বোধন করেন।রাজ্যের বিভিন্ন স্কুল এবং কলেজে এনসিসির প্রশিক্ষণ চলছে ।১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র তত্বাবধানে চলছে এই নিয়মিত প্রশিক্ষণ ।এই প্রশিক্ষণ থেকে বিভিন্ন স্কুলের বাছাই করা বালক এবং বালিকা ক্যাডেটদের নিয়ে বুধবার থেকে রাজধানীর nsrcc তে CATC -19 বা কম্বাইন্ড এনুয়াল ট্রেনিং ক্যাম্প শুরু হয়েছে ।রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের জুনিয়র ডিভিশনের ৪১০ জন বালক এবং বালিকা ক্যাডেট এই ক্যাম্পে অংশগ্রহণ করে। বুধবার ১০ দিনের এই ক্যাম্পের উদ্বোধন করেন এনসিসির ব্রিগেডিয়ার কপিল সুদ। এদিন থার্টিন ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি আগরতলার কমান্ডিং অফিসার সি. রাজশেখর এই সংবাদ জানান ।তিনি জানান, ১০ দিনের এই শিবিরে মিলিটারি প্রশিক্ষণ ছাড়াও নরমাল ডিসিপ্লিন ও মোটিভেশনাল স্কিল সম্পর্কে ক্যাডেটদের অবগত করা হবে। পাশাপাশি বিভিন্ন দুর্যোগ মোকাবেলার প্রশিক্ষণও দেওয়া হবে।আগামী ৩ জুলাই দশ দিনের এই ক্যাম্প সমাপ্ত হবে। সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।