Tuesday, October 22, 2024
বাড়িখবররাজ্যএন টি এ বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির উদ্যোগ রাজ্য প্রদেশ কংগ্রেসের

এন টি এ বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির উদ্যোগ রাজ্য প্রদেশ কংগ্রেসের

সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট তথা নিট পরীক্ষা বহনকারী সংস্হা এন টি এ বাতিলের দাবিতে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য প্রদেশ কংগ্রেস। এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার রাজ্যেপ্রতিবাদ কর্মসূচি সংগঠিত করে রাজ্য প্রদেশ কংগ্রেস ওতারশাখা সংগঠনগুলো। এই দিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সর্বভারতীয় কংগ্রেস সদস্য তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বস। এদিন এনটিএ বাতিল এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাকে দাবী জানানো হয় ।এদিন রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী এলাকায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল পোড়ানো হয়। এই প্রসঙ্গে সর্বভারতীয় কংগ্রেস সদস্য তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে ।এর দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে দাবি করেন তিনি ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য