Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যমৎস্য উৎপাদন বৃদ্ধিতে গুচ্ছ পরিকল্পনা গৃহীত

মৎস্য উৎপাদন বৃদ্ধিতে গুচ্ছ পরিকল্পনা গৃহীত

রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে গুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করেছে মৎস্য দপ্তর। বৃহস্পতিবার মৎস্য দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠকে এই গুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয় ।এদিন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই সংবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার গোর্খাবস্তিস্হিত মৎস্য দপ্তরের কনফারেন্স হলে মৎস্য দপ্তরের এক রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ,বিভিন্ন জেলার ডেপুটি ডিরেক্টর ,দপ্তরের অধিকর্তা সহ উচ্চপদস্থ আধিকারিকগণ।বৈঠকে ২০২৩-২৪ অর্থ বর্ষের বাজেট অনুসারে মৎস্য দপ্তরের কতটা কাজ এগিয়েছে ,সেই সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয় ।যে সমস্ত ক্ষেত্রে সাফল্য আসে নি তার কারন গুলি নিয়েও চুলচেরা বিশ্লেষণ করা হয় ।পাশাপাশি ২০২৪- ২৫ অর্থ বর্ষে রাজ্যে মৎস্য চাষে অগ্রগতির লক্ষ্যে যে সমস্ত পরিকল্পনা গুলি নেওয়া হয়েছে সেগুলির লক্ষ্যমাত্রা পূরণের জন্য মিশন মুডে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।এদিন এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে রাজ্যের মৎস্যমন্ত্রী শতাংশু দাস এই সংবাদ জানান ।তিনি আরো জানান , মৎস্য উৎপাদনে লক্ষ্যমাত্রা থেকে এখনো কিছুটা পিছিয়ে রয়েছে রাজ্য ।এখনো বহিরাজ্য থেকে ১৭ থেকে ২০ হাজার মেট্রিক টন মাছ রাজ্যে আমদানি করতে হচ্ছে। এই লক্ষ্যমাত্রা পূরণ সরকারের কাছে একটা বিরাজ চ্যালেঞ্জ ।এই চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে চলছে দপ্তর ।তিনি আরো জানান ,২০২৩ ২৪ অর্থ বর্ষে ঊনকোটি জেলার ১৭ মিয়া হাওরে মৎস্য উৎপাদনের কাজ অতি শীঘ্রই শুরু করা হবে ।এছাড়া আরো চারটি পৃথক স্থান নির্ধারণ করে মৎস্য উৎপাদনের জন্য কাজ শুরু করা হবে বলেও জানান মৎস্য মন্ত্রী সুধাংশু দাস। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মৎস্য মন্ত্রী সুধাংশু দাস জানান ,এবছর লোকসভার নির্বাচন এবং নির্বাচনের আদর্শ আচরণবিধির জন্য জামাইষষ্ঠীর অনুষ্ঠানে সরকারের ফিশ ফার্ম থেকে মাছ দেওয়া সম্ভব হয়নি ।তাই সরকারি দামে মাছ বিক্রি করা সম্ভব হয়ে ওঠেনি ।তবে আগামী অনুষ্ঠানগুলোতে অবশ্যই মাছ বিক্রি করা হবে বলে জানান মৎস্য মন্ত্রী সুধাংশু দাস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য