Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যবিশ্ব তামাক দিবস উপলক্ষে আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজের পক্ষ থেকে আয়োজিত হলো...

বিশ্ব তামাক দিবস উপলক্ষে আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজের পক্ষ থেকে আয়োজিত হলো সচেতনতামূলক কর্মসূচি

বিশ্ব তামাক দিবস প্রতি বছর ৩১ মে পালন করা হয়। এই দিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দ্বারা তামাকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। তামাকের ব্যবহার জনস্বাস্থ্যের উপর একটি বড় সমস্যা এবং এই দিবসটি তামাক নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম ও নীতিমালা প্রণয়নে সহায়তা করে। প্রতিবছর, বিশ্ব তামাক দিবসে একটি নির্দিষ্ট থিম থাকে যা তামাক ব্যবহারের ক্ষতিকর দিকগুলোকে তুলে ধরে এবং তামাকমুক্ত জীবনধারার প্রচার করে। এই দিনের মাধ্যমে সরকার, স্বাস্থ্য সংস্থা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তামাক নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। তারই পরিপ্রেক্ষিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজ এর উদ্যোগে এক সচেতনতামূলক রেলি বের করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা সঞ্জীব দেববর্মা সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। এদিন স্বাস্থ্য অধিকর্তা সঞ্জীব দেববর্মা সংবাদমাধ্যমকে জানান প্রতিবছরের মত এ বছরও বিশ্ব তামাক দিবস উপলক্ষে কলেজের পক্ষ থেকে “Protecting Children From Tobacco industry interferene” এই স্লোগানকে সামনে রেখে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে কলেজের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি হাতে নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি শিশুদেরকে এই তামাক জাতীয় দ্রব্যের প্রভাব থেকে দূরে সরিয়ে রাখার উপর গুরুত্ব আরোপ করেন কেননা এই তামাকের প্রভাব শিশুদের উপর বেশি ভাবে পরে তাই এবছরের থিম হিসাবে “Protecting Children From Tobacco industry interferene” কে বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিনের রেলিতে কলেজের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য