বুধবার বিকেলে আচমকা রাজধানীর ৭৯ টিলাস্হিত রিজনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সাইন্স এন্ড টেকনোলজি বা রিপসেট পরিদর্শনে জান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গীত্তে, স্বাস্থ্য অধিকর্তা সহ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। রিপসেটের গোটা ভবনটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ।মহিলা হোস্টেলটির খোজ খবর নেন তিনি।কথা বলেন ইনস্টিটিউশনের কর্মচারী, ফ্যাকাল্টি এবং ছাত্র-ছাত্রীদের সাথে ও। প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন তিনি। পরিদর্শন কালে প্রতিষ্ঠানটির পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনা গুলি চাক্ষুষ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রতিষ্ঠানটিতে উত্তর পূর্বাঞ্চল থেকে ছাত্রছাত্রীরাও পড়তে আসেন। বেশ কিছু ক্ষেত্রে খামতি রয়েছে বলে জানান তিনি ।তবে বেশিরভাগই নিয়মিত পরিচর্যার অভাবেই হচ্ছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান ,প্রশাসনিক বিষয়গুলি ঠিকঠাক ভাবেই চলছে। তবে পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। এই সমস্যা দূরীকরণে উদ্যোগ গ্রহণ করা হবে ।ফ্যাকাল্টির ঘাটতি পূরণেও জোর দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা । এর আগে বুধবার দুপুরে রেন্টাস কলোনিস্হিত নেতাজী সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। হাসপাতালটির ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি ।এদিন হোমিওপ্যাথিক হাসপাতালের সাথেই প্রস্তাবিত আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের স্থানটিও প্রত্যক্ষ করেন মুখ্যমন্ত্রী।