নবাগত আইনজীবীদের এনরোলমেন্ট সার্টিফিকেট প্রদান করল বার কাউন্সিল অফ ত্রিপুরা ।এই উপলক্ষে শনিবার ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে নবাগত আইনজীবীদের হাতে সার্টিফিকেট অফ প্র্যাক্টিসও তুলে দেওয়া হয়।চলতি বছর ১৭৮ জন আইনজীবী অল ইন্ডিয়া বার কাউন্সিলের চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন। এদের মধ্যে ১৫১ জন নতুন আইনজীবীদের শনিবার এনরোলমেন্ট সার্টিফিকেট প্রদান করা হয়। এই উপলক্ষে এদিন ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে নবাগত আইনজীবীরা উপস্থিত ছিলেন ।উপস্থিত ছিলেন বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান আইনজীবী রতন দত্ত ,এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান, এক্জিকিউটিভ কমিটির চেয়ারম্যান সহ রাজ্যের বিশিষ্ট আইনজীবীরা। অনুষ্ঠানে নবাগত আইনজীবীদের হাতে এনরোলমেন্ট সার্টিফিকেট তুলে দেওয়া হয় ।এদিন বার কাউন্সিল অফ ত্রিপুরা’র চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী রতন দত্ত এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, নবাগত আইনজীবীদের হাতে সার্টিফিকেট অফ প্র্যাকটিস তুলে দেওয়া হয় । নবাগতদের বার কাউন্সিলের নিয়ম কানুন সম্পর্কেও অবগত করানো হয় বলে জানান তিনি।
এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অভিভূত নবাগত আইনজীবীরা ।উদ্যোক্তাদের অভিনন্দন জানান তারা।