আগরতলা রেলস্টেশন থেকে পিস্তল সহ গ্রেপ্তার যুবক ও যুবতী। ধৃত যুবকের নাম করণ দেববর্মা এবং যুবতীর নাম প্রিয়া দেববর্মা। তাদের বাড়ি খোয়াই জেলায় ।আগ্নেয়াস্ত উদ্ধারের ঘটনায় আগরতলা রেল স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।আগরতলা রেল স্টেশনে পিস্তল শহর ধরা পরল এক যুবক ও এক যুবতী । শুক্রবার রাতে পুলিশ আগ্নেয়াস্ত্র সহ যুবক-যুবতীকে গ্রেপ্তার করে। রেল পুলিশের কাছে খবর ছিল ,শুক্রবার রাতের জন শতাব্দি এক্সপ্রেসে করে আগরতলায় আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছে ।গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে জিআরপি থানার পুলিশ এবং গোয়েন্দা কর্মীরা সাদা পোশাকে গোটা স্টেশন চত্বরে উৎ পেতে থাকে।।রাত সাড়ে দশটা নাগাদ জনশতাব্দী এক্সপ্রেসটি আগরতলা রেল স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে এসে থামে। ট্রেনটি থামা মাত্রই একজন যুবক এবং একজন যুবতী দ্রুত ট্রেন থেকে নেমে ফ্লাইওভারের দিকে এগিয়ে যাচ্ছিল।তাদের বডি ল্যাঙ্গোয়েজ দেখে পুলিশের সন্দেহ হয় ।পুলিশ তাদের আটক করে ।পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করে । সেই সাথে দুটি খালি ম্যাগজিনও পুলিশ উদ্ধার করে ।শনিবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস এই সংবাদ জানান ।তিনি জানান ,পিস্তল সহ ধৃত যুবকের নাম করণ দেববর্মা ও যুবতীর নাম প্রিয়া দেববর্মা ।ধৃতদের বাড়ি খোয়াই জেলায় বলে জানান তিনি।পুলিশ আধিকারিক আরো জানান , ধৃত যুবক-যুবতী ধর্মনগর থেকে জনশতাব্দী এক্সপ্রেসে উঠেছিল ।ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নেওয়া হয়েছে। শুক্রবার তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান পুলিশ আধিকারিক ।এদিকে আগরতলা রেলস্টেশন থেকে পিস্তল উদ্ধারের ঘটনায় স্টেশনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত ২৩ মে আমতলী থানার পুলিশ এবং বিএসএফ মতিনগর সীমান্ত এলাকা থেকে একটি পিস্তল ,দুটি ম্যাগজিন এবং ৮ রাউন্ড তাজা কার্তুজসহ সুন্দর আলী নামে এক নেশা কারবারি কে গ্রেফতার করে ।এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই আগরতলা রেল স্টেশন থেকে এক যুবক ও এক যুবলীকে পিস্তলসহ গ্রেপ্তার করা হলো। নির্বাচনী আবহে এই ধরনের একের পর এক পিস্তল উদ্ধারের ঘটনা রাজ্যের শান্তি শৃঙ্খলা ও আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও রীতিমতো উদ্বেগ জনক বলেই বিভিন্ন মহলের অভিমত।