শনিবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী ।এই উপলক্ষে এদিন সকালে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও সংস্কৃতি দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরের সচিব পিকে চক্রবর্তী সহ অন্যান্যরা ।শনিবার কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী ।রাজ্যে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন নজরুল কলাক্ষেত্রে হয় প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠান ।রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে ।অনুষ্ঠানের শুরুতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানান উপস্থিত বিশিষ্ট জনেরা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী বৃন্দ ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী ।এদিন কাজী নজরুল ইসলামের বিভিন্ন দিকগুলির কথা তুলে ধরেন তিনি ।নজরুল ইসলামের কবিতা নিয়ে বিশদ আলোকপাত করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী।এই প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সমবেত সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ।তথ্য ও সংস্কৃতি দপ্তর ছাড়াও শনিবার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করে।