Thursday, October 10, 2024
বাড়িখবররাজ্যশিবিরের উদ্বোধন করে রক্ত দিলেন মন্ত্রী সান্তনা

শিবিরের উদ্বোধন করে রক্ত দিলেন মন্ত্রী সান্তনা

রবিবার ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি, হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলা আই জি এম হাসপাতালে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তেসহ আরো অন্যান্যরা। এদিন সংবাদমাধ্যমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে জানান বিগত দিনে রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে যে রক্তস্বল্পতা ছিল তা বর্তমানে ধারাবাহিক রক্তদান শিবিরের কল্যানে অনেকটা পূরণ হয়েছে, আগামী দিনে যেকোনো পরিস্থিতিতে রক্তের যোগান দেওয়া সম্ভব। কিন্তু রক্তদানের মতো এই মহৎ কাজ সমাজ কল্যাণের স্বার্থে জারি রাখতে হবে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে যে সকল স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠন এগিয়ে এসে রক্তদানের মত মহৎ কর্মসূচী পালন করে চলেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য