গোটা দেশের সাথে রাজ্য ও যথাযথ মর্যাদায় পালিত হলো ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিনের জন্মদিন। এদিন সিপিআইএম পাটির রাজ্য দফতরে হো চি মিনের প্রতিকৃতিতে পুস্পর্গ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্তরা। এদিন জিতেন্দ্র চৌধুরী হো চি মিনের জীবন সংগ্রাম তুলে ধরে সংবাদ মাধ্যমকে জানান হো চি মিন ভিয়েত মিন স্বাধীনতা সংগ্রামের পুরোধা ছিলেন। ১৯৪১ সালের পরবর্তী সময়ে তার নেতৃত্বেই স্বাধীনতা সংগ্রাম বজায় থাকে, এবং ১৯৪৫ সালে কমিউনিস্ট শাসিত ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্র সরকার প্রতিষ্ঠা হয়। ১৯৫৪ সালে ফ্রেঞ্চ ইউনিয়নকে দিয়েন বিয়েন ফু যুদ্ধে পরাস্ত করে ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্র চূড়ান্ত জয় লাভ করে এবং ফরাসিরা সৈন্য নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তিনি ভিয়েতনাম যুদ্ধের সময় ভিয়েতনামের পিপলস আর্মি এবং ভিয়েত কং-এর গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বও ছিলেন বলে।