Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যক্ষেতমজুর ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উদযাপন

ক্ষেতমজুর ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উদযাপন

গোটা রাজ্যে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় রবিবার। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় সিপিআইএমের পশ্চিম জেলা কার্যালয়ের সামনে৷ দলীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে৷ উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ৷ এই প্রসঙ্গে সংগঠনের সম্পাদক শ্যামল দে জানান, ১৯৮০ সালে ১৯ এবং ২০ মে উদয়পুর শহরের টাউন হলে এিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের জন্ম হয় কৃষক মজনুর উন্নয়নের জন্যেই এই সংগঠন করা পাশাপাশি তিনি আরো বলেন কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে শ্রমিক কৃষক থেকে শুরু করে সকল অংশের জনগণকে রাজনৈতিকভাবে সংঘটিত করে তোলার বার্তা দিতেই এবছর ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে৷ তিনি অভিযোগ করেন বর্তমান কেন্দ্রীয় সরকার ক্ষেতমজুর সহ শ্রমজীবী মানুষের উপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছে৷ কর্মসংস্থানের সুযোগ ক্রমশ সংকুচিত হচ্ছে৷ উদ্ভূত পরিস্থিতিতে লড়াই সংগ্রাম করে নিজেদের অধিকার সুরক্ষার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য