Thursday, October 10, 2024
বাড়িখবররাজ্য১০ দফা দাবীতে SUCI এর মেমোরেন্ডাম প্রদান

১০ দফা দাবীতে SUCI এর মেমোরেন্ডাম প্রদান

মঙ্গলবার এস ইউ সি আই কমিউনিস্ট এর পক্ষ থেকে এজিএমসি সুপারিনটেনডেন্ট এর নিকট ১০ দফা দাবিতে মেমোরেন্ডাম প্রদান করা হয়। এদিন সংগঠনের রাজ্য নেতৃত্ব জানান আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে রাজ্যের একমাত্র র‍্যাফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালের পরিষেবা ও চিকিৎসা ব্যবস্থা রাজ্যের জনসাধারণের প্রয়োজন মেটাতে পারছে না। রাজ্যের জেলা হাসপাতালগুলি থেকে মুমুর্ষ রোগীদের সুচিকিৎসার জন্য এই হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদেরকে এই হাসপাতলে নিয়ে আসে। কিন্তু তৎক্ষণাৎ চিকিৎসা পরিষেবা না পেয়ে রোগীরা গন্টার পর ঘন্টা বিনা চিকিৎসায় পড়ে থাকে। ওয়ার্ডগুলিতে দিবারাত্র বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও ওয়াডড়বয় না থাকায় সুচিকিৎসা ব্যাহত হয়। প্রয়োজন ভিত্তিক জীবনদায়ী ঔষধও হাসপাতাল থেকে সরবরাহ করা হয় না। পরীক্ষা নিরীক্ষাও সময়মতো হবার ব্যবস্থা নেই। জরুরী চিকিৎসা বিভাগও সব সময় সক্রীয় থাকে না। বিভিন্ন বিভাগে চিকিৎসা পরিষেবা ছাড়াও পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা অপর্যাপ্ত। শৌচাগারগুলিতে জলের ব্যবস্থা এবং ধারাবাহিক পরিস্কার পরিচ্ছন্নও করা হয় না। ফলে রাজ্যের মানুষ এই হাসপাতালের উপর ভরসা ও নির্ভরশীলতা হারিয়ে বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে
ছুটছে। এমতাবস্থায় এস ইউ সি আই (সি) দলের পক্ষ থেকে, ৮ দফা দাবীতে যে স্মারকলিপি প্রদান করা হয় তা নিম্নরুপ:-

১) হাসপালের জরুরী বিভাগ সবসময় সক্রীয় রাখতে হবে।

২) প্রতিটি বিভাগে ২৪-ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয় উপস্থিত থাকার ব্যবস্থা করতে হবে।

৩) রোগীদের প্রয়োজন ভিত্তিক জীবনদায়ী ঔষধ হাসপাতাল থেকেই সরবরাহ করতে হবে।

৪) সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা ও সময়মতো রিপোর্ট প্রদানের ব্যবস্থা করতে হবে।

৫) ট্রমা সেন্টারের সিটি স্কেন সবসময় সক্রীয় রাখতে হবে।

৬) বিশুদ্ধ পানীয় জল সবসময় সরবরাহ করতে হবে।

৭) প্রতিটি বিভাগে পর্যাপ্ত জল সরবরাহ এবং শৌচাগারগুলি সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করতে হবে।

৮) টিকিট প্রদানের কাউন্টারের সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে।

৯) রুগীর পরিজনদের বাইরে বসার জায়গায় লাইট, ফ্যান-এর ব্যবস্থা ও মশামুক্ত রাখতে হবে।

১০) পোস্টমর্টেম করার ক্ষেত্রে হয়রানি এবং তারজন্য অর্থ প্রদানের যে প্রচলন তা বন্ধ করতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য