বাড়ির ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করে ভবিষ্যতে যাতে সামাজিক-অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হতে পারে সেজন্য ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কারণ সব মেয়েই চায় স্ব-নির্ভর হতে। তাই লেখাপড়ার পাশাপাশি রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট স্বনির্ভর প্রকল্প কর্মসূচী নিয়েছে।ছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রায় ২০০ জন পড়ুয়া নিয়ে শুরু হয়েছে এই প্রকল্প। মহাবিদ্যাবিদ্যালয়ের শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রীরা এই প্রশিক্ষণ দিচ্ছেন। একথা জানান মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট-র প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য। তিনি জানান, মেয়েদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তারা উপার্জনের পথ তৈরি করতে পারে।এই কর্মসূচী আগামী দিনেও জারি থাকবে বলে জানান রমা ভট্টাচার্য।