রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বাংলা সালের ২৫শে বৈশাখ, যা রবীন্দ্র জয়ন্তী হিসেবে পরিচিত। এই দিনটি বাঙালি সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং স্মরণীয় অনুষ্ঠান। এই দিনে মানুষরা রবীন্দ্রনাথের কাব্য, গান, রচনা, ও তার অবদানের স্মরণ করে এবং তার উপন্যাস, কবিতা, গানের পথে আত্মীয়দের সঙ্গে আনন্দের মুহূর্ত উপভোগ করে। সাধারণত এই দিনে সুন্দর সংগীত ও কবিতা অনুষ্ঠান, সেমিনার, বই প্রদর্শনী, ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। এটি রবীন্দ্রনাথের সমাজ ও সাহিত্যিক পরিবারের সদস্যদের কাছে মানের আবেগ ও শ্রদ্ধা বাড়াতে সাহায্য করে। সেদিকে লক্ষ রেখেই প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস ভবন প্রাঙ্গনে যথাযথ মর্যাদায় পালন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164 তম জন্ম দিবস, এদিন কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন কবিগুরু রবীন্দ্রনাথের আদর্শ ও অনুপ্রেরণা কে বর্তমান প্রজন্মের সম্মুখে তুলে ধরা এবং উনার কর্মযজ্ঞগুলিকে আরো প্রসার ঘটানো অত্যন্ত প্রয়োজন বলে।