রাজ্যের মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরার ডাকে সাড়া দিয়ে কর্তব্যে সচল রাজ্যের পুলিশ প্রশাসন। প্রতিদিনই রাজ্যের কোন না কোন প্রান্ত থেকে আটক হচ্ছে নেশা কারবারের সাথে যুক্ত অভিযুক্তরা। তা সত্বেও পুলিশ প্রশাসনকে কোন প্রকার তোয়াক্কা না করে নিজেদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে নেশা কারবারীরা। ঠিক একই রকমভাবে নিজেদের বানিজ্য পাচার করার মাস্টার প্ল্যানকে সফল করতে গিয়ে গতকাল রাতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে জুটন মিয়া নামে এক যুবককে ব্রাউন সুগার সহ আটক করে আমতলী থানার পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক এক লক্ষ কুড়ি হাজার টাকার উপর হবে বলে জানা গিয়েছে। এদিন আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ আটকৃত অভিযুক্তকে আজ আদালতে প্রেরন করা হবে বলে সংবাদ মাধ্যমকে জানান। পুলিশের এই সাফল্যে খুশীর জোয়ার শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের মধ্যে।