Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্য১০৩২৩ ইস্যুতে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি আগামী ১৭ই মে

১০৩২৩ ইস্যুতে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি আগামী ১৭ই মে

১০৩২৩ শিক্ষকদের চাকরি সংক্রান্ত একটি মামলার সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে আগামী ১৭ মে ।এই মামলার সাথে যুক্ত হওয়ার জন্য অন্যান্য শিক্ষক শিক্ষিকা দের আহ্বান জানানো হয়েছে। এদিন এক সাংবাদিক সম্মেলনে ১০৩২৩ এর শিক্ষক প্রকাশ দেববর্মা এই আহ্বান জানিয়েছেন। ১০৩২৩ শিক্ষকদের সবার চাকরি যায়নি। তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্ট বিষয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন ১০৩২৩ শিক্ষকদের মধ্যে ১ হাজার ১৭ জন শিক্ষক শিক্ষিকা ।সংশ্লিষ্ট মামলাটির শুনানি আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের পর্যাপ্ত তথ্যের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট এই মামলাটি গ্রহণ করেছে। অনেকেই এই মামলার সাথে যুক্ত হননি। তাদের যুক্ত হওয়ার জন্য এদিন সাংবাদিক সম্মেলন করে আহ্বান জানিয়েছেন ১০৩২৩ শিক্ষকদের মধ্যে খোয়াইয়ের প্রকাশ দেববর্মা নামে এক শিক্ষক ।তিনি জানান ,সুপ্রিম কোর্টে যে ১ হাজার ১৭ জন রিট পিটিশন দাখিল করেছেন, তাদের যাবতীয় তথ্য সুপ্রিম কোর্টের রয়েছে।বাকিদের কোন তথ্য সুপ্রিম কোর্টে নেই ।তাই তারা মামলা জিতে গেলে বাকিরাও চাকরি পেয়ে যাবেন তেমন কোন কথা নেই।এদিন সাংবাদিক সম্মেলনে চাকুরিচ্যুত শিক্ষক প্রকাশ দেববর্মা জানান ,চাকরি হারিয়ে তারা অনেকেই অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন ।এই অবস্থায় সুপ্রিম কোর্টে মামলা চালাতে তারা জনগণের কাছে সাহায্য চাইবেন ।তিনি আশা করেন মানবতাবাদী জনগণ তাদের সমর্থনে এগিয়ে আসবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য