Tuesday, July 23, 2024
বাড়িখবররাজ্যপ্রয়াত প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তীর বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

প্রয়াত প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তীর বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

প্রয়াত প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তীর বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। নির্বাচনি প্রচারে এখন মুখ্যমন্ত্রী প্রচণ্ড ব্যস্ত। তা সত্ত্বেও তিনি সোমবার সন্ধ্যায় সময় করে প্রয়াত সাংবাদিকের বাড়িতে আসেন। আগরতলার জগন্নাথবাড়ি সংলগ্ন প্রয়াত দুলাল চক্রবর্তীর বাড়িতে এসে তার স্ত্রী এবং মেয়ের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনি কাজে ব্যস্ত থাকায় তিনি রবিবার আসতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনি প্রচারে যাওয়ার সময় মাঝরাস্তায় তার কাছে দুলাল চক্রবর্তীর প্রয়াণের খবরএসেছিল। হঠাৎ তার মৃত্যুর কথা শুনে তিনি যেন আকস্মিক আঘাত পেয়েছেন। ছোটবেলা থেকেই দুলাল চক্রবর্তীকে তিনি চেনেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রয়াত দুলাল চক্রবর্তী ছিলেন খুবই মন খোলা মানুষ। যখন যা মনে আসতো তা সহজেই বলে দিতেন। বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীর সাথে তার আলোচনা হতো। এমনকি অনেক সময় পরামর্শও দিতেন। রবিবার অনেক রাত হয়ে যাওয়ায় তিনি প্রয়াতের বাড়িতে আসতে পারেননি। এদিনও সকালে তিনি নির্বাচনি কাজে বেরিয়ে পড়েছিলেন। তাই সারা দিনের কাজ সেরে ছুটে এসেছেন পরিবারের, সাথে দেখা করতে। প্রয়াত দুলাল চক্রবর্তীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য