Sunday, September 8, 2024
বাড়িখবররাজ্যনিজ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন বিপ্লব কুমার দেব

নিজ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন বিপ্লব কুমার দেব

শুক্রবার মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়ে পবিত্র ভোটাধিকার প্রয়োগ করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। এদিন ভোট দিয়ে বিজেপি প্রার্থী জানান, তিনি আশা করেন ,সব রাজ্যবাসী এই মহোৎসবে অংশগ্রহণ করে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানিয়ে দেশ গঠনে সঠিক ভূমিকা পালন করবেন। শুক্রবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। এদিন সাধারণ ভোটারদের সাথে ভোটাধিকার প্রয়োগ করেন পশ্চিম আসনের ভোটার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন তারকা খচিত ভোটাররা। শুক্রবার সকালে উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন পশ্চিম আসনের বিজেপি প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এর আগে তিনি নিজের মার আশীর্বাদ নিয়ে ঘর থেকে বের হয়ে উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যান । সেখানে মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নেন।সেখান থেকে সংশ্লিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ।ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এসে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব জানান, দেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট দিয়েছেন তিনি। তিনি আশা করেন ,রাজ্যবাসী এই মহোৎসবে অংশগ্রহণ করবেন এবং নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানিয়ে এক শক্তিশালী দেশ গঠনে সঠিক ভূমিকা পালন করবেন।উল্লেখ্য শুক্রবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে ১০২ টি লোকসভা আসনে ভোট হয়।এর মধ্যে অন্যতম নজর কারা কেন্দ্র হল পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র ।এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ।প্রথম পর্যায়ের ভোটে মাত্র দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এরা দুজনই উত্তর পূর্বাঞ্চলের। অপরজন হলেন অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবম টুকি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য