Friday, July 26, 2024
বাড়িখবররাজ্যভোটের প্রাক সন্ধ্যায় রাজধানীর হোটেল গুলোতে পশ্চিম জেলার জেলা শাসকের হানা

ভোটের প্রাক সন্ধ্যায় রাজধানীর হোটেল গুলোতে পশ্চিম জেলার জেলা শাসকের হানা

ভোটের প্রাক সন্ধ্যায় রাজধানীর হোটেলে প্রচুর বাংলাদেশী নাগরিক! খবর পেয়েই হোটেলে ছুটে যান পশ্চিম জেলার জেলাশাসক তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার ।ঘটনা টি পুলিশ প্রশাসনের নজরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।রাত পোহালেই দেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রের উৎসব শুরু হবে ।অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ১০২ টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে শুক্রবার। এর মধ্যে রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রটিও রয়েছে। বুধবারই সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের সরব প্রচার সমাপ্ত হয়েছে ।নির্বাচনী বিধি অনুসারে সরব প্রচার শেষের সাথে সাথেই সংশ্লিষ্ট কেন্দ্রে অন্য কোন নির্বাচনী কেন্দ্রের ভোটাররা থাকতে পারবেন না। বিষয়টি সংবাদ মাধ্যম এবং মাইক যোগে নির্বাচন দপ্তর এবং প্রশাসন আগেই জানিয়ে দিয়েছিল। কিন্তু এর পরেও রাজধানী আগরতলা শহরের একাধিক হোটেলে বহিরাষ্ট্র এবং পশ্চিম আসনের ভোটার নন এমন অনেক নাগরিক রয়ে গেছেন। এমনই একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মেলার মাঠ এবং বোধজং চমুহনি এলাকার দুটি হোটেলে অভিযান চালান পশ্চিম জেলার জেলাশাসক তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার ।দুটি হোটেল থেকেই পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোটার নন এমন একাধিক ব্যক্তির উপস্থিতির সত্যতা পেয়েছেন তিনি ।এর মধ্যে রাজধানী বোধজং চৌমুহনী এলাকার একটি হোটেলে বেশ কিছু বাংলাদেশি নাগরিকের হদিশ পান তিনি ।গোটা বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান পশ্চিম জেলাশাসক তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার।হোটেলে বাংলাদেশি নাগরিকদের উপস্থিতির সংবাদ চাউর হতেই বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়ায়। জেলা শাসকের কাছ থেকে খবর পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য