Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হলেন আরক্ষা কর্মী সহ ভোট কর্মীরা

ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হলেন আরক্ষা কর্মী সহ ভোট কর্মীরা

১৯ এপ্রিল পশ্চিম লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। পাশাপাশি ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন। বৃহস্পতিবার উমাকান্ত একাডেমী থেকে ভোট কর্মীরাসহ আরক্ষা কর্মীরা ইভিএম মেশিনসহ ভোট সামগ্রী নিয়ে সদর মহকুমার বিভিন্ন ভোটকেন্দ্রে যাত্রা শুরু করেন। শুক্রবার থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ পর্ব। প্রথম পর্যায়ে রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে। পাশাপাশি ভোট গ্রহণ হবে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। শুক্রবার সকাল ৭টা থেকেই শুরু হয়ে যাবে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট গ্রহণ চলবে শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত। পশ্চিম জেলার সদর মহকুমার অন্তর্গত ৮ টি বিধানসভা কেন্দ্রে ভোট কেন্দ্র রয়েছে ১৬৮২টি। প্রতিটি ভোটকেন্দ্রে গড়ে চারজন আরক্ষা কর্মী এবং সাত জন করে থাকবেন ভোট কর্মী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার আরক্ষা কর্মী সহ ভোট কর্মীরা রওনা হন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে। এর আগে বুধবারই ভোট কর্মীরা নিজেদের ভোট সামগ্রী বুঝে নেন। বৃহস্পতিবার ইভিএম মেশিন সহ বিভিন্ন ভোট সামগ্রী নিয়ে যে যার নির্দিষ্ট ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। পাশাপাশি আরক্ষা কর্মীরাও তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হন। গোটা প্রক্রিয়া, সুষ্ঠুভাবে হচ্ছে কিনা তা দেখার জন্য একাডেমিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার রিটার্নিং অফিসার তথা জেলাশাসক ডাঃ বিশাল কুমার। এক সাক্ষাৎকারে এব্যাপারে বিস্তারিত জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য