Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যবিজেপির ইস্তেহার জুমলা এবং দিশাহীন- সুদীপ

বিজেপির ইস্তেহার জুমলা এবং দিশাহীন- সুদীপ

বিজেপি দল রবিবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংকল্পপত্র প্রকাশ করেন। বিজেপির নির্বাচনী ইশতেহার নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইন্ডিয়া জোটের রাজ্য শাখার নেতৃবৃন্দ ।এদিন এক সাংবাদিক সম্মেলন করে ইন্ডিয়া জোটের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপির এই ইস্তেহারকে জুমলা এবং দিশাহীন বলে আখ্যায়িত করেছেন ।তিনি জানান ,কৃষক থেকে শুরু করে বেকার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনো কিছুই এই ইস্তেহারে স্পষ্টভাবে উল্লেখ নেই। সাংবাদিক সম্মেলনে পূর্ব ত্রিপুরার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের মনোনয়নপত্রের সাথে দাখিল করা বিভিন্ন তথ্য নিয়েও ঘোর আপত্তি তোলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি জানান ,২০১৮ সালে কৃতি দেবী সিং নামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ।আর বর্তমানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃতি দেবী দেববর্মন নামে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জানান ,চূড়ান্ত ভোটার তালিকাতেও কৃতি দেবী সিং নাম রয়েছে ।প্রধানত এই সার্টিফিকেট মূলেই ব্যালট পেপার ছাপার কথা ।কিন্তু ব্যালট পেপারে দেববর্মন নাম যোগ করা হয়েছে ।সংশ্লিষ্ট গোটা বিষয়গুলি নিয়ে তদন্ত করার জন্য ভারতের নির্বাচন কমিশনের নিকট দাবি জানিয়েছেন তিনি ।কংগ্রেস বিধায়ক আরো জানান, সংশ্লিষ্ট ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা সন্তোষজনক না হলে পরে ইন্ডিয়া জোট বিষয়টি নিয়ে আদালতে যাবে। পূর্ব আসনের বিজেপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য