নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রচার চলছে জোর কদমে, কিন্তু বলা চলে এই প্রচার কর্মসূচিতে বিরোধীদের কাছ থেকে অনেকটাই এগিয়ে শাসক দল বিজেপি। শাসক বিরোধী উভয় প্রার্থীদের সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে নির্বাচনী সভা, সমাবেশসহ নান কর্মসূচি। তারই অঙ্গ হিসাবে রাজধানীর ৬ আগরতলা বিধনসভা কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে একটি সুবিশাল রেলি আয়োজন করা হয়, এই রেলীতে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সরকার বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্তসহ অন্যান্যরা। এদিন প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী সংবাদ মাধ্যমকে জানান এই প্রচার কর্মসূচিতে গনদেবতাদের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে এবং রাজ্যের মানুষ দুটি আসনেই বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে দেশের প্রধানমন্ত্রীর হাত শক্ত করা শুধু সময়ের অপেক্ষা বলে অভিমত ব্যাক্ত করলেন।