Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যভোটারদের ভোটদানে উৎসাহিত করতে রাজ্য চিত্রশিল্পীদের অভিনব উদ্যোগ আলপনা অংকন

ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে রাজ্য চিত্রশিল্পীদের অভিনব উদ্যোগ আলপনা অংকন

ভোটদানে উৎসাহ বাড়াতে পথে আলপনা আঁকলো চিত্রশিল্পীরা ।রাজধানীর পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয় এবং নির্বাচন দপ্তরের সামনের রাস্তায় রঙ আর তুলির টানে বিভিন্ন আলপনা ফুটিয়ে তুলেছেন চিত্রশিল্পীরা। রং বৈষম্যের প্রতিকী হলেও চিত্রশিল্পীদের ব্যবহৃত রং তুলিতে ভোটদানে প্রথম ভোটারদের আগ্রহ বাড়বে বলেই অনুমান চিত্রশিল্পীদের। গোটা দেশেই চলছে ভোটের আবহ। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে সপ্ত কাণ্ডের অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট।এই পর্বে ভোট হচ্ছে রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও। যদিও বুধবার থেকেই এই দুইটি কেন্দ্রে ঘরে বসে ভোট দান শুরু হয়ে গেছে। বহু হাজার কোটি টাকা ব্যয়ে এই ভোট পর্বের প্রতি ভোটাররা কিন্তু উৎসাহ হারাচ্ছেন। সপ্তদশ লোকসভা নির্বাচনে দেশের প্রদত্ত গড় ভোটের হার ৬৭. ৪ শতাংশ ।প্রায় আশিটিরও বেশি লোকসভা কেন্দ্রে প্রদত্ত ভোটের হার ৪৮ শতাংশের এদিক ওদিক। নির্বাচন সংক্রান্ত অনভিপ্রেত ঘটনাবলীর জন্যই ভোটদানে আগ্রহ ক্রমশ হ্রাস পাচ্ছে ভোটারদের।এই অবস্থায় নতুন ভোটার সহ সকল অংশের ভোটারদের ভোট দানে আগ্রহ বৃদ্ধিতে এক অভিনব উদ্যোগের আয়োজন গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এরই অঙ্গ হিসেবে রাজধানীর পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয় এবং নির্বাচন দপ্তরের মূল সড়কপথে চিত্রশিল্পীরা রং আর তুলির টানে এমন সব ভোট সংক্রান্ত ছবি ফুটে তুললেন যাতে করে ভোটারদের মনে ভোট দানে আগ্রহ বাড়ে ।এদিন সাংস্কৃতিক ভারতের ছাত্রছাত্রীরা রং এবং তুলির ব্যবহারে এই চিত্র ফুটিয়ে তুলেছেন ।তাদেরই একজন জানান ,বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। গণতন্ত্রের মহান উৎসব ভোট। এই ভোটে রাষ্ট্রের সরকার গঠন হয়। ভোট দানের মাধ্যমে গঠিত সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা গ্রহণ করে। সুতরাং প্রত্যেক ভারতবাসীর ভোটদানে অংশগ্রহণ করা উচিত বলে জানান তিনি।প্রসঙ্গত উল্লেখ্য যে ,দেশের লোক সংখ্যা প্রায় ১৪১ কোটি। লোকসভা নির্বাচনে এর মধ্যে ভোট প্রয়োগ করবেন প্রায় ১০০ কোটি ।এই নিরিখে রাজ্যে লোক সংখ্যা ৪২ লক্ষ ।রাজ্যে ভোটার সংখ্যা ২৮ লক্ষ ৬০ হাজার ২৮৭ জন ।এরমধ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৪ লক্ষ ৬৩ হাজার ৫২৬ জন। এই লোকসভা কেন্দ্রে নতুন ভোটারের সংখ্যা ৩৩ হাজার ১৫২ জন ।অপরদিকে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৩ লক্ষ ৯৬ হাজার ৭৬১ জন। এই কেন্দ্রে প্রথম ভোটার বা নতুন ভোটারের সংখ্যা ৩৬ হাজার ৬৩০ জন। পূর্ব এবং পশ্চিম এই দুই লোকসভা কেন্দ্র মিলিয়ে নতুন ভোটারের সংখ্যা মোট ৬৯ হাজার ৭৮২ জন ।আর এই সংখ্যক নতুন ভোটারদের ভোট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যেই নির্বাচন কমিশন এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য