প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের ১০ বছরের শাসনকালে গোটা দেশসহ রাজ্যের জনসাধারণের মধ্যে নাভিশ্বাস উঠেছে ।এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন ইন্ডিয়া জোটের রাজ্য শাখার নেতৃবৃন্দ। শনিবার খুমুলুঙ, জিরানিয়া এবং মান্দাইয়ে আয়োজিত পদযাত্রায় নেতৃবৃন্দ এই আহ্বান জানান।আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার জিরানিয়া, এডিসি সদর দপ্তর খুমুলুঙ এবং মান্দাইয়ে পদযাত্রার আয়োজন করে ইন্ডিয়া জোটের রাজ্য শাখা। পদযাত্রা থেকে আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়। এই পদযাত্রায় অংশগ্রহণ করেন সারা ভারত কৃষক সভার রাজ্য নেতৃত্ব তথা প্রাক্তন বিধায়ক পবিত্র কর ,পশ্চিম আসনের ইন্ডিয়া জোটের কংগ্রেস মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা ।এদিন প্রাক্তন বাম বিধায়ক পবিত্র কর বলেন, সারা দেশে ক্রমেই স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে বিজেপি ।এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশের প্রায় ৩০ টি রাজনৈতিক সংগঠন ইন্ডিয়া জোট নামে একটি মঞ্চ তৈরি করেছে ।এই মঞ্চ আসন্ন লোকসভা নির্বাচনে সারাদেশে বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে ।রাজ্যেও দুটি লোকসভা নির্বাচনে লড়াই করছে ইন্ডিয়া জোটের প্রার্থীরা ।এই প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য নির্বাচক মন্ডলীর প্রতি আহ্বান জানান তিনি। পদযাত্রায় পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ইন্ডিয়া জোটের কংগ্রেস মনোনীত প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বক্তব্য রাখেন ।তিনি আসন্ন লোকসভা নির্বাচনে জোট প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য নির্বাচক মন্ডলীর আশীর্বাদ চান। জিরানিয়া,খুমুলুঙ এবং মান্দাইয়ে ইন্ডিয়া জোটের উদ্যোগে আয়োজিত পদ যাত্রায় স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।