রাজধানী থেকে গাড়ি চুরির ঘটনায় পশ্চিম থানার পুলিস আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করলো। বুধবার গভীর রাতে ভাড়াবাড়ি থেকে শঙ্কর সরকার নামে এক অভিযুক্তকে জালে তুলে। চলতি বছরের ১৭ মার্চ রাজধানীর গান্ধীঘাট এলাকা থেকে আটক একটি গাড়ি চুরি হয়। পরে গাড়ির মালিক পশ্চিম থানায় লিখিত ভাবে জানায়।পশ্চিম থানার পুলিস মামলা নিয়ে তদন্তে নামে।উদ্ধার হয় চুরি যাওয়া গাড়ি। প্রথমে অর্জুন দাস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিস আরও এক অভিযুক্তের হদিশ পায়। গোপন খবরের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক আড়াই টা নাগাদ পুলিস ওএনজিসি এলাকায় এক ভাড়া বাড়ি থেকে শঙ্কর সরকার নামে একজনকে গ্রেপ্তার করে। পুলিস জানায় ঘটনায় আরও কয়েকজনের নাম উঠে এসেছে। শীঘ্রই তাদের জালে তোলা হবে। তদন্তের স্বার্থে তাদের নাম এদিন পুলিস প্রকাশ করেনি।