Monday, September 9, 2024
বাড়িখবররাজ্যরামনগর বিধানসভা কেন্দ্রে বিরোধী সিপিআইএম প্রার্থীর বিরুদ্ধে বিভেদ সৃষ্টি অভিযোগ বিজেপির

রামনগর বিধানসভা কেন্দ্রে বিরোধী সিপিআইএম প্রার্থীর বিরুদ্ধে বিভেদ সৃষ্টি অভিযোগ বিজেপির

৭ রামনগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর বিরুদ্ধে বিভেদ সৃষ্টির অভিযোগ তুলল বিজেপি। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ উত্থাপন করেন দলের অন্যতম প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য ।সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সিপিএম জোট নিয়ে তোপ দাগেন তিনি। লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং সিপিআইএম দলের জোট নিয়ে তোপ দাগেন প্রদেশ বিজেপির অন্যতম মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, কিসের স্বার্থে রাজ্যে কংগ্রেস এবং সিপিএম ঐক্যবদ্ধ হয়েছে তা এই দুই দলকে জনগণের কাছে খোলসা করতে হবে ।কারণ জনগণের জানার অধিকার রয়েছে বলে মনে করেন তিনি ।বিজেপি রাজ্য প্রবক্তা কটাক্ষ করে বলেন ,ব্যক্তিগত রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যেই কংগ্রেস এবং সিপিএম ঐক্যবদ্ধ হয়েছে। এদিন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম প্রার্থী রতন দাসের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন তিনি ।সাংবাদিক সম্মেলনে সিপিআইএম প্রার্থীর নাম উচ্চারণ করেই বিজিপি প্রবক্তা জানান ,তার নাম উচ্চারণ করলেই সন্ত্রাস মনে হয় ।কারণ রামনগর থেকে সামান্য ভোটের ব্যবধানে জয়ী হয়ে তার ভূমিকা কি ছিল তা সকলেরই জানা ।প্রদেশ বিজেপি মুখপাত্র অভিযোগ করে জানান, বর্তমানে ৭ রামনগরের সিপিআইএম প্রার্থী সংখ্যালঘু এলাকাগুলোতে যাচ্ছেন।সেখানে গিয়ে হুমকির সুরে কথা বলছেন ।ভোটারদের ভয় দেখাচ্ছেন। বলছেন, এই কেন্দ্র থেকে বিজেপি নির্বাচিত হলে সংখ্যালঘুদের আর থাকতে দেওয়া হবে না। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। খুনসন্ত্রাস হবে। তবে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর এই ধরনের মন্তব্যে জনগণ বিভ্রান্ত হবেন না বলেই মনে করেন তিনি। সংশ্লিষ্ট বিষয়গুলির প্রতি নির্বাচন কমিশনের নজর রাখা দরকার বলে মনে করেন রাজ্য বিজেপি মুখপাত্র। সংশ্লিষ্ট সংখ্যালঘু এলাকাগুলোতে নির্বাচন কমিশনের নজরদারি বৃদ্ধির জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য