Monday, September 9, 2024
বাড়িখবররাজ্যপ্রতিবছরের ন্যায় আজ থেকে শুরু হলো চৈত্র সেল

প্রতিবছরের ন্যায় আজ থেকে শুরু হলো চৈত্র সেল

চৈত্র সেল। প্রতিবছর রাজধানীতে বসে এই মেলা। সারা বছর ক্ষুদ্র ব্যবসায়ীরা এই মেলার জন্য বসে থাকেন। ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষও কম মূল্যে জিনিস কিনতে পারবেন এই আশায় চৈত্র মেলার জন্য বছরভর অপেক্ষা করেন।রাজধানীর শকুন্তলা রোড সহ আশপাশ এলাকায় রাস্তার পাশে বসে চৈত্র মেলা। ক্ষুদ্র ব্যবসায়ীরা জামা কাপড় সহ রকমারি জিনিস নিয়ে দোকান খুলে বসেন মেলায়। কি মিলে না এই মেলায়? এক কথায় সবই পাওয়া যায়। প্রতিদিন প্রচুর ক্রেতা-বিক্রেতার ব্যাপক সমাগম ঘটে। অন্য বছর ১ এপ্রিল থেকে চৈত্র মেলা শুরু হলেও এবছর ৪ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে. এবার ১০ দিনের জন্য বসেছে চৈত্র মেলা। এদিন শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমুহনী ও চিলড্রেন পার্ক এলাকায় ক্ষুদ্র দোকানিদের মধ্যে দেখা গেল চরম ব্যস্ততা। নিজেরা স্টল তৈরিতে সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েন।ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান প্রতিবছর তারা চৈত্র সেলে দোকান খুলে বসেন।তাদের আশা ভালো বিক্রি হবে এবছর। প্রতিদিনই চৈত্রের কাঠফাটা রোদের মধ্যেই মানুষ চৈত্র মেলায় নিজেদের পছন্দসই জিনিস কিনতে ভিড় করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য