আর বাম নয়, এবার বিজেপি এবং রামেই আস্থা ও বিশ্বাস রাখলেন আগরতলা পুরনিগমের প্রাক্তন কর্পোরেটর তথা রামনগরের বর্ডার গোলচক্কর এলাকার একসময়ের দাপুটে সিপিআইএম নেত্রী মীরা বিশ্বাস। বৃহস্পতিবার বর্ডার গোলচক্কর এলাকায় বিজেপি প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদেন দুই বারের কাউন্সিলার বর্ষীয়ান নেত্রী মীরা বিশ্বাস। তিনি বলেন আর বাম নয় জনসেবা যেহেতু আমার কাজ তাই বিজেপিতে যোগ দিয়েই মানুষের জন্য কাজ করতে চাই। তিনি বলেন রামনগর কেন্দ্রে বিজেপি দল যাকে প্রার্থী করেছে তিনি মেয়র দীপক মজুমদার। তিনি একজন সৎ, স্বচ্ছ, অমায়িক এবং নিপাট ভদ্রলোক। তাই আমি বিবেকের ডাকে সাড়া দিয়ে খুশি খুশি বিজেপিতে যোগ দিয়েছি।আমার বিশ্বাস আমার মতো রামনগরের আরো অনেক বাম সমর্থক এবারের নির্বাচনে মেয়র দীপক মজুমদারকে রেকর্ড ভোটে জয়যুক্ত করবেন। বিজেপির নির্বাচনী জনসভায় ৩৭০ পরিবারের ১৫০০ ভোটার এদিন সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন। মীরাবিশ্বাস ছাড়াও এদিন কংগ্রেস ছাড়েন প্রাক্তন কাউন্সিলার সাধন দাসসহ এলাকার স্বনাম ধন্য সুবেদার পরিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্তচৌধুরী, প্রার্থী তথা মেয়র দীপক মজুমদার সহ মেয়র ইন কাউন্সিল তুষারকান্তি ভট্টাচার্য, রামনগরের মন্ডল সভাপতি তাপস দেব সহ অনেকে। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ বিকশিত ভারত গড়ার স্বপ্নে আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ জোটকে চারশ ও বেশী আসনে জয়যুক্ত করতে চলেছেন। সেই পথেই এগিয়ে চলেছে ত্রিপুরা। রাজ্যের লোকসভার দুটি আসন এবং রামনগর উপনির্বাচনে আমাদের লক্ষ্য রেকর্ড ভোটে জয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন লোকসভা নির্বাচনে রেকর্ড ভোটে জয় আমাদের লক্ষ্য। আর রামনগরে নির্বাচন হবে বক্সনগর মডেলে। মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহএবং উদ্দিপনা ছড়িয়ে পরে।