আজ থেকে ঠিক ৭৫ বছর আগে এমনই একটি দিনে খোয়াইয়ের পদ্ম বিলে রাজতন্ত্রকে পরাস্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হয়েছিলেন কুমারী, মধুতি ও রূপশ্রী ।পুলিশের গুলিতে তাদের মর্মান্তিক মৃত্যু হয় ।এরপর থেকে প্রতিবছর এই দিনে শহীদান দিবস পালন করে বাম দলগুলি। ৭৫তম শহীদান দিবস উদযাপন উপলক্ষে এদিন রাজধানীর টিআরটিসি-র সামনে থেকে এক দ্প্ত মিছিল সংঘটিত করেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটি ।মিছিলটি টিআরটিসির সামনে থেকে শুরু হয়ে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে ।মিছিল থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য বিজেপি সরকারকে পরাস্ত করার আহ্বান জানানো হয় ।এই উপলক্ষে আসন্ন নির্বাচনে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে ইন্ডিয়া জোটের বামফ্রন্ট মনোনীত প্রার্থী রতন দাসকে ,পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে ইন্ডিয়া জোটের কংগ্রেস মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহা কে এবং পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া জোটের সিপিআইএম মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানানো হয় ।এদিন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্যা রমাদাস এই সংবাদ জানিয়েছেন।