Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যচুরি যাওয়া দুই বাইক উদ্ধার সহ তিন কুখ্যাত বাইক চোর পূর্ব থানার...

চুরি যাওয়া দুই বাইক উদ্ধার সহ তিন কুখ্যাত বাইক চোর পূর্ব থানার পুলিশের জালে

চুরি যাওয়া দুই বাইক উদ্ধার সহ তিন কুখ্যাত বাইক চোরকে জালে তুলেছে পূর্ব থানার পুলিশ। ধৃত বাইক চোরেরা হলো ক্যাম্পের বাজারের ছোটন দাস ,রুবেল হোসেন এবং বিশ্বজিৎ সাহা। বৃহস্পতিবারই পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে পূর্ব থানার ওসি সনজিৎ সেন জানিয়েছেন।মহারাজ গঞ্জ বাজার থেকে সম্প্রতি চুরি যাওয়া একটি বাইক উদ্ধারে গিয়ে আরো একটি চুরি যাওয়া বাইক উদ্ধার করল পূর্ব থানার পুলিশ ।এই ক্ষেত্রে পুলিশ তিনজন কুখ্যাত বাইক চোরকে আটক করেছে। ধৃতরা হল ক্যাম্পের বাজারের ছোটন দাস ,রুবেল হোসেন এবং বিশ্বজিৎ সাহা। এদিন এই সংবাদ দিয়ে পূর্ব থানার ওসি সনজিৎ সেন জানান, গত ২৬ মার্চ সকালে মহারাজগঞ্জ বাজার থেকে একটি বাইক চুরি হয় ।চুরি যাওয়া বাইকের মালিক খোয়াই শহরের বাসিন্দা হলেও আগরতলায় ভাড়া থেকে শিক্ষকতার কাজ করেন। তিনি পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ জানান ।এই অভিযোগ পেয়ে পূর্ব থানার পুলিশ তদন্ত শুরু করে ।তদন্তে নেমে মহারাজগঞ্জ বাজার এলাকার একটি বাড়ির সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে। এই সিসিটিভির ফুটেজে স্পষ্ট দৃশ্যমান ছিল বাইকটি কেউ একজন চুরি করে নিয়ে যাচ্ছে ।তার সেই ছবি দেখে চোরটিকে সনাক্ত করতে পারে পুলিশ ।তার নাম ছোটন দাস ,বাড়ি রাজধানীর ক্যাম্পের বাজার এলাকায়। আগেও পূর্ব থানা ,পশ্চিম থানা এবং এনসিসি থানায় তার বিরুদ্ধে একাধিক বাইক চুরির অভিযোগ রয়েছে। পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে ।তার কাছ থেকে একটি চাবিও উদ্ধার করে পুলিশ ।এই চাবি ব্যবহার করে অভিযুক্ত ছোটন দাস বাইকটি চুরি করেছিল। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে এই কাজে যুক্ত রুবেল হোসেন এবং বিশ্বজিৎ সাহা কেউ জালে তুলে। পরে বুধবার বিকেলে তাদের কথা মত রেল স্টেশন চত্বর থেকে মহারাজগঞ্জ বাজারের চুরি যাওয়া বাইকটি উদ্ধার করা হয় ।পাশাপাশি আরো একটি বাইক অনুকূল স্থল থেকে উদ্ধার করে পুলিশ ।সম্প্রতি এই বাইকটি ভুতুরিয়া এলাকা থেকে চুরি হয়। এদিন পূর্ব থানার ওসি সনজিত সেন জানান ,উদ্ধার হওয়া দুটি বাইকের মালিককেই খবর দেওয়া হয়েছে ।পাশাপাশি ধৃতদের বৃহস্পতিবারই পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হবে। এদিন পূর্ব থানার ওসি আরো জানান ,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছেন চুরির যাওয়া বাইকগুলোকে রেল স্টেশনের নিকটবর্তী একটি স্থানে রাখা হয় ।সেখান থেকে বিশালগড়ের একজনের মাধ্যমে সেগুলো বাংলাদেশ পাচার করা হয় ।অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বাইক চোর চক্রের গোটা টিমটাকেই জালে তুলতে চায় পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য